টানা পাঁচ দফা বৃদ্ধির পর কমল সোনার দাম
বাংলাদেশে সোনার দামে ইতিহাসের সব রেকর্ড ভেঙেছে। সর্বশেষ গত ৩০ নভেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। এর আগে ২৭, ১৯ ও ৬ নভেম্বর এবং ২৭ অক্টোবর দাম বাড়ে। ফলে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় ওঠে এ মূল্যবান ধাতুর দাম। টানা পাঁচ দফা দাম বাড়ানোর পর এবার কিছুটা কমানো হলো।