রাশিয়ার নিষিদ্ধ সোনা যাচ্ছে আমিরাত-চীন-তুরস্কে
উৎপাদন করা সোনার পাহাড় নিয়ে বড় বিপদে পড়ে যাচ্ছিল রাশিয়া। বছরে উৎপাদিত ৩২৫ টন সোনার পুরোটাই দেশের সীমানায় বন্দী থাকলে বড় বিপর্যয় নামত রুশ অর্থনীতিতে। তবে সুকৌশলে সেই বিপদ এড়িয়েছে রাশিয়া। তাতে লাভ হয়েছে সংযুক্ত আমিরাত, চীন ও তুরস্কের।