Ajker Patrika

চট্টগ্রামে ১১ কেজি সোনা চোরাচালানের দায়ে একজনকে ১২ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ১১ কেজি সোনা চোরাচালানের দায়ে একজনকে ১২ বছর কারাদণ্ড

চট্টগ্রামে ১১ কেজি ১৯৭ গ্রাম সোনা চোরাচালানের মামলায় দিদারুল আলম (৪১) নামের এক ব্যক্তিকে ১২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছা আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ড পাওয়া দিদারুলের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার দেওয়ানপুর গ্রামে।

কারাদণ্ডাদেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি আব্দুর রশীদ। তিনি বলেন, ‘২০১৯ সালের ৯ এপ্রিল ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম বিমানবন্দরে নামার পর ৯৬টি সোনার বারসহ ধরা পড়েন দিদারুল। এসব স্বর্ণের ওজন ছিল ১১ কেজি ১৯৭ গ্রাম ছিল। এই ঘটনায় চট্টগ্রামের পতেঙ্গা থানায় কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা করুণাময় চাকমা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। মামলার বিচার কাজ শেষে আজ দিদারুলকে ১২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।’

মামলায় ১৮ জন সাক্ষী ছিলেন বলে জানান আব্দুর রশীদ। তিনি বলেন, ‘১৮ জনের মধ্যে আদালতে ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত