জনপ্রিয় হলেও রাজনৈতিক ভুলের মাশুল গুনছেন ইমরান খান
নিজের চেনা-পরিচিত বিশ্ব বদলে দিতে প্রতিটি প্রজন্মের কাছেই একটি দিন আসে। পাকিস্তানে সেই ‘একদিন’ কি এসেছে? সম্ভবত এসেছে এবং ৯ মে ছিল সেই দিন। ওই দিন ইমরান খানের দল পিটিআইয়ের নেতা-কর্মীরা পেশোয়ারে রেডিও পাকিস্তানের পুরোনো ভবন, রাওয়ালপিন্ডিতে চারটি মেট্রো বাসস্টেশন ও কর্পস কমান্ডার হাউস ভাঙচুর চালিয়েছিল