সংযোগ সড়ক হয়নি উঠতে হয় মই বেয়ে
মই বেয়ে সেতুতে উঠলেন এক গৃহবধূ, তারপর গাড়িতে চড়ে গন্তব্যে রওনা দিলেন। সম্প্রতি চাঁদপুরে ডাকাতিয়া নদীর ওপর ভাষাবীর এম এ ওয়াদুদ সেতুর ফরিদগঞ্জ অংশে গিয়ে দেখা গেল এই দৃশ্য। এখানে সাত বছর ধরে চলছে সেতু নির্মাণের কাজ। কয়েকবার সময় বাড়ানোর পরও সড়কের সঙ্গে সেতুর সংযোগ দেওয়া অংশের কাজ শেষ হয়নি। সদর থেকে অসমা