চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে অধিগ্রহণ না করেই ব্যক্তিমালিকানা জমির ওপর সেতু নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিইডি) এই সেতু নির্মাণ করছে। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেও লাভ হয়নি জমির মালিকের। সেতু নির্মাণের কাজ অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, ২০২৩ সালে উপজেলার রমনা মডেল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাত্রখাতা গ্রামের সংযোগ সেতু নতুন করে নির্মাণ শুরু হয়। ৩ কোটি ৪০ লাখ ৩১ হাজার ২৯৬ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের কাজ পেয়েছে কুড়িগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বসুন্ধরা এ মেসার্স খাইরুল এন্টারপ্রাইজ।
ভুক্তভোগী জমির মালিক রেজাউল করিম অভিযোগ করে বলেন, ‘নির্মাণাধীন সেতুটির দৈর্ঘ্য বেশি হওয়ায় তার জমি পাত্রখাতা মৌজার জেলএল নম্বর ১৫, দাগ নম্বর-৩১৩৫-এ প্রায় ৯ শতাংশ জমি সেতুর মধ্যে পড়েছে এবং একটি অখণ্ড জমি সেতু দ্বারা খণ্ডিত হয়েছে। ইতিমধ্যে এই জমির মধ্যে সেতুর পিলারও স্থাপন করা হয়েছে। কয়েকবার কুড়িগ্রামে গিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি জমি অধিগ্রহণ করে ব্যবস্থা নেবেন বলেও জানান। কিন্তু সেতু নির্মাণ শুরু হলেও তাঁরা এখন পর্যন্ত জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ কোনোটিই করেননি।’
এ বিষয়ে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও চিলমারী উপজেলার সাবেক ইউএনও মো. মাহবুবুর রহমান জানান, সেতুটি সরকারি জায়গায় করা হচ্ছে। ওই জমির মালিকের জমি রাস্তায় কিছু অংশ পড়েছে, এ জন্য তাঁর জমি অধিগ্রহণ করার দরকার পড়ে না।’ এলজিইডির কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মাসুজ্জামান বলেন, ‘আমি নতুন এসেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’
কুড়িগ্রামের চিলমারীতে অধিগ্রহণ না করেই ব্যক্তিমালিকানা জমির ওপর সেতু নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিইডি) এই সেতু নির্মাণ করছে। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেও লাভ হয়নি জমির মালিকের। সেতু নির্মাণের কাজ অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, ২০২৩ সালে উপজেলার রমনা মডেল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাত্রখাতা গ্রামের সংযোগ সেতু নতুন করে নির্মাণ শুরু হয়। ৩ কোটি ৪০ লাখ ৩১ হাজার ২৯৬ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের কাজ পেয়েছে কুড়িগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বসুন্ধরা এ মেসার্স খাইরুল এন্টারপ্রাইজ।
ভুক্তভোগী জমির মালিক রেজাউল করিম অভিযোগ করে বলেন, ‘নির্মাণাধীন সেতুটির দৈর্ঘ্য বেশি হওয়ায় তার জমি পাত্রখাতা মৌজার জেলএল নম্বর ১৫, দাগ নম্বর-৩১৩৫-এ প্রায় ৯ শতাংশ জমি সেতুর মধ্যে পড়েছে এবং একটি অখণ্ড জমি সেতু দ্বারা খণ্ডিত হয়েছে। ইতিমধ্যে এই জমির মধ্যে সেতুর পিলারও স্থাপন করা হয়েছে। কয়েকবার কুড়িগ্রামে গিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি জমি অধিগ্রহণ করে ব্যবস্থা নেবেন বলেও জানান। কিন্তু সেতু নির্মাণ শুরু হলেও তাঁরা এখন পর্যন্ত জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ কোনোটিই করেননি।’
এ বিষয়ে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও চিলমারী উপজেলার সাবেক ইউএনও মো. মাহবুবুর রহমান জানান, সেতুটি সরকারি জায়গায় করা হচ্ছে। ওই জমির মালিকের জমি রাস্তায় কিছু অংশ পড়েছে, এ জন্য তাঁর জমি অধিগ্রহণ করার দরকার পড়ে না।’ এলজিইডির কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মাসুজ্জামান বলেন, ‘আমি নতুন এসেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৬ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩১ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৪ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে