আগাম বন্যা ও শীতসহিষ্ণু ধানের প্লট হবিগঞ্জে
তিন বছরে একবার আগাম বন্যায় তলিয়ে যায় হাওরাঞ্চলের ধান। আবার আগাম চাষ করলে শীতের কবলে পড়ে ধান হয়ে যায় চিটা। এ সমস্যা সমাধানে এবার শীতসহিষ্ণু নতুন জাতের ধান উদ্ভাবন হয়েছে। উদ্ভাবিত নতুন এ জাত যেমন শীতসহিষ্ণু, তেমনি ফলনও আশানুরূপ হবে।