Ajker Patrika

সামান্য এই কার্ডটি ৭১ বছর ধরে সংরক্ষণের রহস্য কি

সামান্য এই কার্ডটি ৭১ বছর ধরে সংরক্ষণের রহস্য কি

সামান্যতম উপকারও কৃতজ্ঞতাযোগ্য। এই কৃতজ্ঞতা প্রকাশ উপকারী পক্ষের জন্যও পরম আনন্দের। লন্ডন পুলিশের দেওয়া ছোট্ট একটি কার্ড ৭১ বছর ধরে সংরক্ষণে রেখে এমনই উপলক্ষের সৃষ্টি করেছেন এক দম্পতি।

সম্প্রতি লন্ডন পুলিশ বিভাগের মেইলে একটি হাতে লেখা চিঠি আসে। চিঠিতে লেখা—১৯৫০ সাল; আমার স্ত্রী এবং আমি আপনার শহরে দুপুরের খাবারের জন্য থামলাম। চলে যাওয়ার সময় গাড়ির উইন্ডশিল্ড ওয়াইপারের নিচে ছোট্ট এই লাল কার্ডটি পাই। ১৭ বছর বয়সী তরুণ দম্পতি হিসেবে কার্ডটি আমাদের পথচলায় অনেক উপকারে এসেছে। আমার স্ত্রী তখন থেকে এই কার্ডটি মানিব্যাগে রেখে আসছিলেন। আমরা প্রায়ই আপনাদের এই সহায়তা নিয়ে কথা বলতাম। সম্প্রতি আমি আমার স্ত্রীকে হারিয়েছি এবং কার্ডটি আপনাদের ফেরত দিতে চাই। আপনাদের এই সহায়তাটি আমাদের জন্য অনেক বড় ব্যাপার ছিল।

এই মেইল পেয়ে লন্ডন পুলিশ বিভাগে বইছে আনন্দের ঢেউ। লন্ডন পুলিশ প্রধান ড্যারেল কিলবার্ন ফেসবুকে লিখেছেন—ছোট ছোট দয়া সদা লন্ডনের সংস্কৃতির অংশ। কিলবার্ন লিখেন, 'চিঠিটি নিশ্চিতভাবেই চোখে জল এনে দেওয়ার মতো। ৭১ বছর তাঁরা কার্ডটি সংরক্ষণ করেছে জেনে আমি শুধু ভেবেছি এই আবেগ কতটা শক্তিশালী।' চিঠিদাতাকে হৃদয়গ্রাহী এবং অত্যন্ত আশীর্বাদপ্রাপ্ত মানুষ বলে উল্লেখ করেন কিলবার্ন।

প্রসঙ্গত, পুলিশের পক্ষ থেকে সড়কে চলাচলের নির্দেশনামূলক এই কার্ডগুলো এখন আর দেওয়া হয় না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত