Ajker Patrika

হিমায়িতকরণ ছাড়াই রাখা যাবে ইনসুলিন

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১১: ২৩
হিমায়িতকরণ ছাড়াই রাখা যাবে ইনসুলিন

সম্প্রতি ভারতের বিজ্ঞানীরা হিমায়িতকরণ ছাড়াই ইনসুলিন সংরক্ষণ করা যাবে বলে দাবি করেছেন। বিজ্ঞানীরা বলছেন, তাঁরা তাপসহনীয় একধরনের ইনসুলিন আবিষ্কার করেছেন। এর ফলে ইনসুলিন ফ্রিজে রাখার দরকার হবে না।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক সংবাদে বলা হয়, এটি ডায়াবেটিস রোগ প্রতিরোধের ক্ষেত্রে একটি বিরাট সাফল্য অর্জন।

গবেষক দলের নেতৃত্বে ছিলেন ভারতের বোস ইনস্টিটিউট ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিকেল বায়োলজি এর দুজন বিজ্ঞানী। এ ছাড়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল টেকনোলজির দুজন বিজ্ঞানী ছিলেন। 

গবেষক দল সফলভাবে ইনসুলিন অণুর ভেতরে চারটি অ্যামাইনো অ্যাসিড পেপটাইড অণুর একটি ম্যাট্রিক্স প্রবর্তন করেন, যা ফ্রিজে না থাকলেও ইনসুলিন অণুগুলোকে শক্ত করতে বাধা দেয়। 

গবেষক দল দাবি করেছে, স্বাভাবিকভাবে ৩৬ থেকে ৪৬ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সংরক্ষণ করা লাগে, কিন্তু এই নতুন ধরনের ইনসুলিন ১৪৯ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে সক্ষম। 

বোস ইনস্টিটিউটের কেমিক্যাল বায়োলজিস্ট শুভ্রাংশু চ্যাটার্জি বলেন, এটা পৃথিবীব্যাপী ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হবে। কারণ সব সময় ইনসুলিন সংরক্ষণ ছাড়া নিজের কাছে রাখা সম্ভব নয়। কিন্তু উদ্ভাবিত নতুন ধরনের ইনসুলিনটি কেউ চাইলে যতক্ষণ ইচ্ছা ফ্রিজের বাইরে রাখতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত