সিইসির বুদ্ধিসুদ্ধি নাই: মির্জা আব্বাস
আরে ভাই, তলোয়ার তো অনেক আগে চলে গেছে, সেই অটোম্যান সাম্রাজ্যের পরে তো আর তলোয়ার আসে নাই। আপনি তলোয়ার কোথা থেকে আবিষ্কার করলেন? রাইফেল হাতে নেবে? উনি কি রেফারির ভূমিকা পালন করতে পারবেন? সেটাও তো পারবেন না। আমাদের বক্তব্য স্পষ্ট, এ রকম ফালতু নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না।