Ajker Patrika

এনডিএমের সঙ্গে সংলাপে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জুলাই ২০২২, ১২: ০৫
এনডিএমের সঙ্গে সংলাপে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন ক‌মিশন (ইসি)। আজ রোববার সকাল ১০টা ৩৫ মিনিটে ব‌বি হাজ্জাজের নেতৃত্বাধীন দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এন‌ডিএম) সঙ্গে সংলাপ শুরু করে সংস্থাটি। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হা‌বিবুল আউয়াল এতে সভাপতিত্ব করেছেন। 

সংলাপে এন‌ডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে আরও ৯ জন প্রতিনিধি উপস্থিত রয়েছেন। আজ এন‌ডিএম ছাড়া আরও তিন দলের সঙ্গে সংলাপ কনবে ইসি।

গত ২৬ ফেব্রুয়ারি আউয়াল কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। নিয়োগ পাওয়ার পরদিন শপথ নিয়ে ২৮ ফেব্রুয়ারি যোগ দেন কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনাররা। দায়িত্ব নিয়েই তারা দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গে সংলাপের আয়োজন করে ইসি। 

এতে দলীয় প্রভাবমুক্ত অংশগ্রহণমূলক নির্বাচন, সুষ্ঠু ভোটের নিরাপত্তা, ইভিএম ব্যবহারে আরও সময় নেওয়া, বিভাগভিত্তিক একাধিক দিনে ভোটের আয়োজন, নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ ইত্যাদি সুপারিশ আসে। কমিশন সেসব আমলে নিয়ে ইতিমধ্যে বিচার বিশ্লেষণ করে নিজেদের অবস্থানও জানিয়েছে। এ ক্ষেত্রে আরও সময় নিয়ে সবার মতামতের ভিত্তিতে তাঁরা ভোটের আয়োজনে যাবেন।

এরপর গত ৬ জুলাই ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপের তথ্য জানান। তিনি জানান, ১৭ জুলাই থেকে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে সংলাপ। প্রতিদিন আলাদা আলাদাভাবে সর্বোচ্চ চারটি দলের সঙ্গে সংলাপের আয়োজন করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, ‘সংলাপে নির্ধারিত কোনো আলোচ্যসূচি থাকছে না। উন্মুক্ত আলোচনা হবে। প্রতিটি নির্বাচন কমিশনই জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় দলগুলোর সঙ্গে সংলাপ করে। এই কমিশনও সেই ধারা অব্যাহত রাখছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত