বর্তমান প্রক্রিয়ায় নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: সাবেক সিইসি রউফ
মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘বর্তমান প্রসেস যদি থাকে, তাহলে শত চেষ্টা করলেও একটা নিউট্রাল নির্বাচন করতে পারবে না সরকার। গত ১৪-১৫ বছরের সরকারি কর্মকর্তা যাঁরা চাকরিতে ছিলেন, তাঁরা কি পলিটিক্যাল পার্টির ফেবার নেননি?