নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা-১৭ উপনির্বাচনের ফলাফল বাতিল চেয়ে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আজ রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এসংক্রান্ত চিঠি দেন তিনি।
হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘আজকে আপিল করলাম। এখন আপিলের শুনানির অপেক্ষায় থাকি। মন্ত্রিপরিষদ ও স্পিকারকে অনুরোধ করব আরাফাত ভাই যাতে শপথগ্রহণ করতে না পারেন। ফলাফলটা আগে দেখবেন।’
ডিএমপি কমিশনারের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘গতকাল ডিএমপি কমিশনার কিছু কথা বলেছেন, তিনি বলেছেন, আমি একই কেন্দ্রে নাকি দুইবার গিয়েছিলাম। আমি তাঁকে একটি কথাই বলতে চাই, ভিডিও ফুটেজ দেখবেন যে, আমি একই কেন্দ্রে দুইবার গিয়েছি কি না। আমরা নাকি তাঁকে বলে যাইনি। আমাদের নিরাপত্তা দেওয়ার জন্যই তো পুলিশ ছিল, তাহলে বলে কেন যেতে হবে? তাঁরা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’
তিনি বলেন, ‘এই দেশে সুষ্ঠু নির্বাচন নাই। কারণ আমি এই সরকারের অধীনে তিনটা নির্বাচন করলাম। বগুড়ায় ও ঢাকায় মার খেলাম। তাহলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা করব? মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এই সরকার কতটা সুষ্ঠু নির্বাচন করে জনগণের সামনে তুলে ধরার জন্য অন্যায়ের প্রতিবাদের মশাল হিসেবে আমি জনগণের পেছনে কাজ করতেছি। এর বাইরে কিছু না। জনগণ আশা হারিয়ে ফেলেছে যে, ভোটকেন্দ্রে গিয়ে কী হবে?’
সিইসিকে লেখা চিঠিতে তিনি বলেন, ‘নির্বাচনের দিন ই-মেইলে আপনাকে অবহিত করেছিলাম যে, ভোট গ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্যে আমার তালিকাভুক্ত মনোনীত প্রায় ৮৮ জন এজেন্টকে ১৯টি ভোটকেন্দ্র থেকে বের করে ব্যাপক জাল ভোট দেওয়া হয়েছে। বিকেল ৩টায় বনানী বিদ্যা নিকেতন ভোটকেন্দ্রে ভোট গ্রহণ পরিদর্শনে গেলে সরকারদলীয় ক্যাডার দ্বারা আমার ওপরে উদ্দেশ্যপ্রণোদিত হামলা চালায়, যা দেশ ও বিদেশের কোটি কোটি মানুষ মিডিয়ার মাধ্যমে দেখেছে। ব্যাপক জাল ভোট ও ভোট গণনায় অনিয়ম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই আমি মনে করি এই নির্বাচন বিধিসম্মত হয়নি।’
প্রহসনের নির্বাচনকে সম্পূর্ণরূপে বাতিল করে পুনর্নির্বাচনের লিখিত দাবি জানান তিনি।
ঢাকা-১৭ উপনির্বাচনের ফলাফল বাতিল চেয়ে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আজ রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এসংক্রান্ত চিঠি দেন তিনি।
হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘আজকে আপিল করলাম। এখন আপিলের শুনানির অপেক্ষায় থাকি। মন্ত্রিপরিষদ ও স্পিকারকে অনুরোধ করব আরাফাত ভাই যাতে শপথগ্রহণ করতে না পারেন। ফলাফলটা আগে দেখবেন।’
ডিএমপি কমিশনারের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘গতকাল ডিএমপি কমিশনার কিছু কথা বলেছেন, তিনি বলেছেন, আমি একই কেন্দ্রে নাকি দুইবার গিয়েছিলাম। আমি তাঁকে একটি কথাই বলতে চাই, ভিডিও ফুটেজ দেখবেন যে, আমি একই কেন্দ্রে দুইবার গিয়েছি কি না। আমরা নাকি তাঁকে বলে যাইনি। আমাদের নিরাপত্তা দেওয়ার জন্যই তো পুলিশ ছিল, তাহলে বলে কেন যেতে হবে? তাঁরা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’
তিনি বলেন, ‘এই দেশে সুষ্ঠু নির্বাচন নাই। কারণ আমি এই সরকারের অধীনে তিনটা নির্বাচন করলাম। বগুড়ায় ও ঢাকায় মার খেলাম। তাহলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা করব? মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এই সরকার কতটা সুষ্ঠু নির্বাচন করে জনগণের সামনে তুলে ধরার জন্য অন্যায়ের প্রতিবাদের মশাল হিসেবে আমি জনগণের পেছনে কাজ করতেছি। এর বাইরে কিছু না। জনগণ আশা হারিয়ে ফেলেছে যে, ভোটকেন্দ্রে গিয়ে কী হবে?’
সিইসিকে লেখা চিঠিতে তিনি বলেন, ‘নির্বাচনের দিন ই-মেইলে আপনাকে অবহিত করেছিলাম যে, ভোট গ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্যে আমার তালিকাভুক্ত মনোনীত প্রায় ৮৮ জন এজেন্টকে ১৯টি ভোটকেন্দ্র থেকে বের করে ব্যাপক জাল ভোট দেওয়া হয়েছে। বিকেল ৩টায় বনানী বিদ্যা নিকেতন ভোটকেন্দ্রে ভোট গ্রহণ পরিদর্শনে গেলে সরকারদলীয় ক্যাডার দ্বারা আমার ওপরে উদ্দেশ্যপ্রণোদিত হামলা চালায়, যা দেশ ও বিদেশের কোটি কোটি মানুষ মিডিয়ার মাধ্যমে দেখেছে। ব্যাপক জাল ভোট ও ভোট গণনায় অনিয়ম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই আমি মনে করি এই নির্বাচন বিধিসম্মত হয়নি।’
প্রহসনের নির্বাচনকে সম্পূর্ণরূপে বাতিল করে পুনর্নির্বাচনের লিখিত দাবি জানান তিনি।
দেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
২ ঘণ্টা আগেবিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
২০ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
২০ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
২১ ঘণ্টা আগে