যে প্রশ্ন ও বিতর্ক নিয়ে এত কিছু
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর সাক্ষাৎটি কি খুব আনুষ্ঠানিক ছিল? আমার তা মনে হয় না। আনুষ্ঠানিক হলে সেখানে ফটোসাংবাদিক থাকতেন, ছবি উঠত, সে ছবি ঘটা করে ছাপা হতো। কিন্তু বাস্তবে সে রকম কিছু হয়নি। এই সময়ে রাষ্ট্রপতির ইন্টারভিউ নিতে পারা একটা বড় ঘটনা।