নির্বাচনে কে আসবেন, কে আসবেন না সেটা দেখার বিষয় নয়: ইসি আলমগীর
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ‘নির্বাচনে কে আসবেন, কে আসবেন না, কে হয়েছেন, কে হননি—সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো আগামী নির্বাচনে কে নমিনেশন পাবেন, কোন দল থেকে সেটা। তা তো আমরা জানি না।’ আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।