এল কনার নতুন গান ‘সোনা জান’
গত মাসের শেষ দিকে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বিবাহবিচ্ছেদের খবর দিয়েছিলেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। সে সময় তিনি জানিয়েছিলেন ব্যক্তিগত সংকট পাশে রেখে মনোনিবেশ করতে চান গানে। গতকাল প্রকাশিত হলো কনার নতুন গান ‘সোনা জান’। কনা জানালেন, আরও কয়েকটি নতুন গান তৈরি করছেন তিনি। একে একে প্রকাশ করবেন সেগুলো