আমরা ধনীর পক্ষে নই, ওরা খালি ঠকায়: হাসানুল হক ইনু
জনগণের কাছে প্রশ্ন রেখে জাসদ সভাপতি বলেন, আপনারা কি লুটরাজের পক্ষে থাকবেন, নাকি বিপক্ষে থাকবেন? তাহলে কালকেই জাসদের কাছে ক্ষমতা দেন। তাহলে সমাজতন্ত্রের ডান্ডা হাতে করে সব ঠান্ডা করে দেব। সেজন্যই আমি বলি সমাজতন্ত্রের নীতির ভিত্তিতে চলমান সংকট, বৈশ্বিক আশঙ্কা মোকাবিলা করা সম্ভব