Ajker Patrika

এসির ব্যবহার বন্ধ চান তৌফিক-ই-ইলাহী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৯: ২৮
এসির ব্যবহার বন্ধ চান তৌফিক-ই-ইলাহী

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী শিল্প কলকারখানায় গ্যাসের সরবরাহ বাড়াতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন। 

আজ রোববার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত শিল্পে জ্বালানি সংকট সমাধান শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তৌফিক-ই-ইলাহী বলেন, ‘শিল্প কলকারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানোর জন্য একটা সহজ সমীকরণ আছে। তা হলো বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ কমিয়ে দেওয়া। এক সময় এমন অবস্থায় ছিলাম অনেক জায়গায় বাতি (বিদ্যুৎ) ছিল না। এমনও দিন ছিল আমরা দিনের আলো দিয়ে কাটিয়েছি। এমনও দিন ছিল এসি লাগত না। আমাদের নিজেদের অনুধাবন করতে হবে বাংলাদেশে এসির লোড কীভাবে ৫–৬ হাজার মেগাওয়াট হয়। এত আরাম আয়েশ না করলেও চলে।’ 

তৌফিক-ই-ইলাহী আরও বলেন, ‘আমরা যদি শিল্পের স্বার্থে এসি বন্ধ করে দিই তাহলে ২-৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। এসিতে বিদ্যুৎ ব্যবহারের এই সাশ্রয় দিয়ে আমরা আপনাদেরকে (শিল্প মালিকদের) গ্যাস দিতে পারব। এসির ব্যবহার কমাতে আপনাদের সহায়তা লাগবে। আমার কাছে সবচেয়ে সহজ সমাধান হলো আমরা সবাই মিলে এসির লোড কমিয়ে দেই। যত জায়গায় এসি চলছে হয় বন্ধ করে দেব আর না হয় তাপমাত্রা বাড়িয়ে দেব। তাহলে একদিকে আমরা বিদ্যুৎ সাশ্রয় করব অন্যদিকে কিছু গ্যাস দিতে পারব। গ্যাসের এই সমস্যা নিরসনে আমাদের সবাইকে মিলে বিদ্যুতের প্রয়োজনটা কমিয়ে আনতে হবে।’ 

আলোচকদের মধ্য থেকে শিল্পে গ্যাসের সরবরাহ বাড়াতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির পরামর্শ আসলে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সরাসরি নাকজ করে দেন। 

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘প্রতি মাসে স্পট মার্কেট থেকে ২০০ এমএমসিএফডি এলএনজি কিনতে ২০০ মিলিয়ন ডলার লাগবে। ছয় মাস এলএনজি কিনলে ব্যয় করতে হবে ১.২ বিলিয়ন ডলার। কিন্তু আমাদের রিজার্ভের যে অবস্থা সেই জন্য আমরা এখন স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করার মতো রিস্ক নিতে পারব না। কারণ আমরা জানি না সামনে কি হবে। যদি আমরা জানতাম একটা জায়গায় এসে এলএনজির দাম স্থিতিশীল হবে তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারতাম। আমরা তা জানি না ভবিষ্যতে এলএনজির দাম কেমন হবে। আমরা জানি না রাশিয়া–ইউক্রেন যুদ্ধ কত দিন চলবে।’ 

বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ কমিয়ে দিলে লোডশেডিং বেড়ে যাবে এবং মিডিয়ার সমালোচনা শুনতে হবে উল্লেখ করে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘এখানে অনেক মিডিয়ার মহারথীরা আছেন। বিদ্যুৎ উৎপাদনে গ্যাস কমিয়ে দিলে তখন ওরা এটার ওপর নিউজ করবে। কেন লোডশেডিং হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত