ঘিওরে জনপ্রিয়তা বাড়ছে শুকনা বীজতলা পদ্ধতির
পোকা, নানা ধরনের ছত্রাকের আক্রমণ, কুয়াশা ও শৈত্যপ্রবাহের ফলে ইরি-বোরোর বীজতলা নষ্ট হয়ে যায়। এমন ঘটনা প্রতিবছরই ঘটছে। এ অবস্থা থেকে রেহাই পেতে কৃষকেরা এখন শুকনা (পলিথিন ঢাকা দিয়ে) বীজতলা তৈরি করছেন। কম সময়ে স্বাস্থ্যবান ও ভালো চারা পাওয়ায় এরই মধ্যে এ পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে।