উত্তরের শীতযাপন
সেখানে বন-পাহাড়ের দেশ নেই। আছে তিস্তা আর তার মরা সোঁতা, ব্রহ্মপুত্র, নাগর, ধরলা, দুধকুমার, কাঁকড়া, মহানন্দা, চিরি কিংবা শীর্ণ যমুনেশ্বরী বা খারুভাঁজ নদীর তীরে মিঠেকড়া রোদ। সেখানে বিস্তীর্ণ সমতলভূমির ওপর মেঘ পিয়নের ব্যাগ থেকে বিবর্ণ আখরে লেখা মন খারাপের দিস্তা দিস্তা চিঠি