Ajker Patrika

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১১: ১৬
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজারে গতকাল রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। জানিয়েছেন-শ্রীমঙ্গল আবহাওয়া অফিস কর্মকর্তা আনিসুর রহমান। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা সাধারণ মানুষের।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস কর্মকর্তা আরও জানান, সকাল এবং রাতে কুয়াশা বাড়বে। চলমান মৃদু শৈত্যপ্রবাহ ফলে এই অবস্থা বিরাজ করবে আরও কয়েক দিন এবং শীত অনুভূত হবে। দিনের বেলা সূর্যের দেখা মিললেও রাতে এবং ভোরে কুয়াশা থাকবে। তাপমাত্রা নিচের দিকে না নামলেও শীতের তীব্রতা আগের মতোই আছে।

এদিকে কনকনে ঠান্ডা বাতাস ও রাতে ঘন কুয়াশার কারণে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাওরাঞ্চল খোলামেলা থাকায় হিমেল হাওয়ায় বেশি কষ্ট হচ্ছে হাওরপাড়ের মানুষের। পাশাপাশি শহর এলাকায় নিম্ন আয়ের মানুষ দুর্ভোগে রয়েছেন। শীত উপেক্ষা করে ভোরে কাজে বের হতে হয় তাঁদের। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে ভোরে ও রাতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন গ্রামাঞ্চল ও নিম্ন আয়ের মানুষ।

জাহিদপুর গ্রামের অধিকাংশ মানুষ বোরো ফসলের ওপর নির্ভরশীল। এ গ্রামের কৃষক জুয়েল মিয়া বলেন, ‘আমি আর আমার বাবা কৃষিকাজ করে পরিবার চালাই। কিন্তু তীব্র শীতের কারণে আমার বাবা প্রায়ই অসুস্থ হয়ে যান। সর্দি, কাশি, বুক ব্যথাসহ নানা সমস্যা তাঁর। তিনি বলছেন শীতের মধ্যে বাইরে না যেতে।’

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, সাধারণ মানুষ ও দরিদ্র মানুষের জন্য সরকারিভাবে ৩৫ হাজার কম্বল ও নগদ তিন লাখ টাকা এসেছে। কম্বল প্রত্যেক উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। ইউনিয়ন পরিষদ ও জনপ্রতিনিধিদের নিয়ে এই কম্বল বিতরণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত