২২ জেলায় বইছে শৈত্যপ্রবাহ
‘শীতে খুব সকালে ভাড়া পাইনি, বেলা বাড়লে যাত্রী পাইছি। আজকে মনে হয় শহরে ঠান্ডা বেশি। এক্কেবারে মাঘের শীত! রিকশা চালাইলে শরীর গরম থাকে, কিন্তু কানে বাতাস লাগে। তয় আমাদের এলাকার মতো ঠান্ডা না’—কথাগুলো বলছিলেন গাইবান্ধার রিকশাচালক মো. মুকসিদুল ইসলাম।