নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজ সোমবার। হিমেল বাতাসের সঙ্গে হাড়কাঁপানো কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে শ্রমজীবী, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।
আজ সোমবার সকাল ৬টা ও ৯টায় নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটিই এই মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট অনুসারে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড করা হয় বদলগাছী ও দিনাজপুরে।
এদিকে শীতের তীব্রতা বাড়ায় নওগাঁয় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব স্কুল আজ সোমবার বন্ধ থাকছে। গতকাল রোববার দিবাগত রাতে স্কুল বন্ধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের কর্মকর্তারা।
নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস দেরিতে আসায় আমাদের সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগছে। রোববার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। তবে ওই দিন দেরিতে আবহাওয়ার পূর্বাভাস পাওয়ায় স্কুল বন্ধ ঘোষণা করা সম্ভব হয়নি। যেহেতু শীতের তীব্রতা বাড়ছে তাই পরিস্থিতি বিবেচনায় আজ সোমবার জেলার সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১ হাজার ৩৭৪টি স্কুলের প্রত্যেকটি বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা বিষয়টি বিবেচনা করে ছুটি বাড়ানোর বিষয়ে পরবর্তীতে আবারও সিদ্ধান্ত নেওয়া হবে।’
নওগাঁ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘শীতের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য নিয়ে আজ সোমবার জেলার ৪৪৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৫০টি মাদ্রাসা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তাপমাত্রা অব্যাহতভাবে ১০ ডিগ্রির নিচে থাকলে নতুন নির্দেশনা দেওয়া হবে।’
এদিকে নওগাঁয় সকাল থেকেই আজ কুয়াশার দাপট কিছুটা কম থাকলেও মেঘলা আকাশ ও হাড়কাঁপানো তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
আজ সকালে নওগাঁ জেলা সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই কুয়াশা কম হলেও আকাশ মেঘলা। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। গরম কাপড়ের অভাবে অনেককেই খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিতে দেখা গেছে। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
স্থানীয়রা বলছে, গত দুই দিন থেকে সূর্য উত্তাপ ছড়াতে না পারায় বিকেল হতেই তাপমাত্রা আবারও নামতে থাকে। আর দিনভর হিমেল বাতাস। সন্ধ্যার পর থেকে শীতের মাত্রা বাড়ে। হাড় কাঁপানো এই শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের লোকজন।
শহরের মুক্তির মোড়ে রিকশাচালক কাশেম উদ্দিন বলেন, শীতের কারণে রিকশা চালাতে খুব কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই। পেটের দায়ে রাস্তায় বের হয়েছি।
আরেক রিকশাচালক জব্বার হোসেন বলেন, ‘আজ সকাল থেকেই কুয়াশা কম। তবে আকাশ পরিষ্কার নয়, ঠান্ডা বাতাসও হচ্ছে। এ জন্য শীত বেশি লাগছে।’
দিনমজুর সাজেদুর রহমান বলেন, ‘তীব্র ঠান্ডায় কাজে যেতে পারছি না। কাজে যেতে না পারায় সংসার চালাতে সমস্যায় পড়ছি।’
নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, আজ সকাল ৬টা ও ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কয়েক দিন ধরেই শীত বেশি অনুভূত হচ্ছে। এ রকম তাপমাত্রা আরও দু-এক দিন অব্যাহত থাকতে পারে।
নওগাঁয় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজ সোমবার। হিমেল বাতাসের সঙ্গে হাড়কাঁপানো কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে শ্রমজীবী, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।
আজ সোমবার সকাল ৬টা ও ৯টায় নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটিই এই মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট অনুসারে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড করা হয় বদলগাছী ও দিনাজপুরে।
এদিকে শীতের তীব্রতা বাড়ায় নওগাঁয় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব স্কুল আজ সোমবার বন্ধ থাকছে। গতকাল রোববার দিবাগত রাতে স্কুল বন্ধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের কর্মকর্তারা।
নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস দেরিতে আসায় আমাদের সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগছে। রোববার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। তবে ওই দিন দেরিতে আবহাওয়ার পূর্বাভাস পাওয়ায় স্কুল বন্ধ ঘোষণা করা সম্ভব হয়নি। যেহেতু শীতের তীব্রতা বাড়ছে তাই পরিস্থিতি বিবেচনায় আজ সোমবার জেলার সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১ হাজার ৩৭৪টি স্কুলের প্রত্যেকটি বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা বিষয়টি বিবেচনা করে ছুটি বাড়ানোর বিষয়ে পরবর্তীতে আবারও সিদ্ধান্ত নেওয়া হবে।’
নওগাঁ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘শীতের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য নিয়ে আজ সোমবার জেলার ৪৪৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৫০টি মাদ্রাসা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তাপমাত্রা অব্যাহতভাবে ১০ ডিগ্রির নিচে থাকলে নতুন নির্দেশনা দেওয়া হবে।’
এদিকে নওগাঁয় সকাল থেকেই আজ কুয়াশার দাপট কিছুটা কম থাকলেও মেঘলা আকাশ ও হাড়কাঁপানো তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
আজ সকালে নওগাঁ জেলা সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই কুয়াশা কম হলেও আকাশ মেঘলা। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। গরম কাপড়ের অভাবে অনেককেই খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিতে দেখা গেছে। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
স্থানীয়রা বলছে, গত দুই দিন থেকে সূর্য উত্তাপ ছড়াতে না পারায় বিকেল হতেই তাপমাত্রা আবারও নামতে থাকে। আর দিনভর হিমেল বাতাস। সন্ধ্যার পর থেকে শীতের মাত্রা বাড়ে। হাড় কাঁপানো এই শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের লোকজন।
শহরের মুক্তির মোড়ে রিকশাচালক কাশেম উদ্দিন বলেন, শীতের কারণে রিকশা চালাতে খুব কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই। পেটের দায়ে রাস্তায় বের হয়েছি।
আরেক রিকশাচালক জব্বার হোসেন বলেন, ‘আজ সকাল থেকেই কুয়াশা কম। তবে আকাশ পরিষ্কার নয়, ঠান্ডা বাতাসও হচ্ছে। এ জন্য শীত বেশি লাগছে।’
দিনমজুর সাজেদুর রহমান বলেন, ‘তীব্র ঠান্ডায় কাজে যেতে পারছি না। কাজে যেতে না পারায় সংসার চালাতে সমস্যায় পড়ছি।’
নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, আজ সকাল ৬টা ও ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কয়েক দিন ধরেই শীত বেশি অনুভূত হচ্ছে। এ রকম তাপমাত্রা আরও দু-এক দিন অব্যাহত থাকতে পারে।
নীলফামারীর চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে ঢাকা, খুলনা ও রাজশাহী রুটে ৬টি যাত্রীবাহী আন্তনগর ট্রেন চলাচল করছে। কম সময়ে স্বল্প খরচে উত্তরাঞ্চলের কৃষিসহ নানান পণ্য পরিবহনের লক্ষ্যে ট্রেনগুলোয় লাগেজ ভ্যান যুক্ত করা হয় দুই বছর আগে। তবে এ অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে মেলেনি আশানুরূপ সাড়া...
১৩ মিনিট আগেদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জবি শিক্ষার্থীরা। চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে জবি ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিন এ কথা বলেন...
১ ঘণ্টা আগেপুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
৩ ঘণ্টা আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
৩ ঘণ্টা আগে