মানামের সংগীতে ১০ শিল্পী
মাইলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য মানাম আহমেদ। এই দলের ‘চাঁদ তারা সূর্য নও তুমি’, ‘ধিকি ধিকি’, ‘ফিরিয়ে দাও’, ‘জ্বালা জ্বালা’, ‘হৃদয়হীনা’সহ অসংখ্য জনপ্রিয় গানের সুর তাঁর। ব্যান্ডের গানের বাইরে অন্য শিল্পীদের জন্য সুর, সংগীতায়োজনও করেন তিনি।