উৎসবের শহরে দৃশ্যকাব্য
সত্যজিৎকে ধার করে আমরা এভাবেই লিখলাম। শিল্পকলা একাডেমির সাততলা ভবনটির নিচ থেকে ওপর এখন শিল্পের সমুদ্র! কে শিল্পী, কে ভাস্কর আর কেইবা সমালোচক, বোঝা দায়। কারণ, কারও শরীরে সেসবের কোনো চিহ্ন নেই। কোনটা কোন মিডিয়ামের শিল্পকর্ম, সেসব না বুঝলেও চলে। শুধু ছন্দ বুঝে এগিয়ে গেলেই উপভোগ করা যায় মাঘের এ দৃশ্যকাব