শিল্পকলা একাডেমির একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। বিজ্ঞপ্তিতে কিছু ‘অবাস্তব’ শর্ত উল্লেখ করা হয়েছে। বয়সসীমা ৩০, স্নাতকোত্তর পাস আবার সাত বছরের অভিজ্ঞতা—এ ধরনের শর্ত দিয়েছে শিল্পকলা একাডেমি।
জানা গেছে, এ ধরনের শর্তের কারণে একাধিকবার বিজ্ঞপ্তি দিয়েও প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি।
চাকরিপ্রার্থী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের ধারণা, নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্তগুলো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতেই এ ধরনের শর্ত দেওয়া হয়েছে।
গত ২০ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে, সহকারী পরিচালক (সংগীত), সহকারী সচিব এবং সহকারী পরিচালকের একটি করে পদে আবেদনের যোগ্যতা স্নাতকোত্তর পাস। সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তবে চাকরিপ্রার্থীদের কাছে সবচেয়ে আপত্তিকর মনে হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে বিধিবদ্ধ সংস্থায় কর্মকর্তা হিসেবে ৭ বছর কাজ করার অভিজ্ঞতার শর্ত।
অবশ্য শুধু সহকারী পরিচালক (সংগীত) পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য বলে উল্লেখ করা হয়েছে।
সাধারণত একজন শিক্ষার্থীর স্নাতকোত্তর সম্পন্ন করতে ২৩-২৪ বছর বয়স হয়ে যায়। এরপর ৭ বছর একজন কর্মকর্তা হিসেবে চাকরির অভিজ্ঞতা চাওয়াটা অবাস্তব ‘শর্ত’ বলেই মনে করছেন চাকরিপ্রার্থীরা।
এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একটি ফেসবুক গ্রুপে শেয়ার করার পরই শুরু হয়েছে সমালোচনার ঝড়। সুলতান নামে একজন মন্তব্য করেছেন, ‘এগুলো সুনির্দিষ্ট লোকদের জন্য সুনির্দিষ্ট বিজ্ঞাপন।’ শফিক নামে একজন মন্তব্য করেছেন, ‘বিশেষ কিছু লোকদের জন্য এমন শর্ত দেয়’। সহকারী পরিচালক পদের দিকে ইঙ্গিত করে মিজান নামের একজন মন্তব্য করেছেন, ‘মূলত বিভাগীয় প্রার্থীদের চাকরি দেওয়ার জন্যই এই শর্ত। যেন কোনো ভাবেই নতুন লোক চাকরি না পায়।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ বলেন, ‘এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর যে সমালোচনা হচ্ছে, তা আমাদের কানেও আসছে। কিন্তু এখানে আমাদের কিছুই করার নেই। আমাদের চাকরিবিধিতে ওই দুই পদের বিপরীতে এমন শর্তই উল্লেখ করা আছে। সেটি পরিবর্তনের কোনো সুযোগ আমাদের কাছে নেই। এর আগেও আমরা এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে এই পরিস্থিতিতে পড়েছিলাম।’
শিল্পকলা একাডেমির একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। বিজ্ঞপ্তিতে কিছু ‘অবাস্তব’ শর্ত উল্লেখ করা হয়েছে। বয়সসীমা ৩০, স্নাতকোত্তর পাস আবার সাত বছরের অভিজ্ঞতা—এ ধরনের শর্ত দিয়েছে শিল্পকলা একাডেমি।
জানা গেছে, এ ধরনের শর্তের কারণে একাধিকবার বিজ্ঞপ্তি দিয়েও প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি।
চাকরিপ্রার্থী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের ধারণা, নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্তগুলো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতেই এ ধরনের শর্ত দেওয়া হয়েছে।
গত ২০ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে, সহকারী পরিচালক (সংগীত), সহকারী সচিব এবং সহকারী পরিচালকের একটি করে পদে আবেদনের যোগ্যতা স্নাতকোত্তর পাস। সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তবে চাকরিপ্রার্থীদের কাছে সবচেয়ে আপত্তিকর মনে হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে বিধিবদ্ধ সংস্থায় কর্মকর্তা হিসেবে ৭ বছর কাজ করার অভিজ্ঞতার শর্ত।
অবশ্য শুধু সহকারী পরিচালক (সংগীত) পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য বলে উল্লেখ করা হয়েছে।
সাধারণত একজন শিক্ষার্থীর স্নাতকোত্তর সম্পন্ন করতে ২৩-২৪ বছর বয়স হয়ে যায়। এরপর ৭ বছর একজন কর্মকর্তা হিসেবে চাকরির অভিজ্ঞতা চাওয়াটা অবাস্তব ‘শর্ত’ বলেই মনে করছেন চাকরিপ্রার্থীরা।
এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একটি ফেসবুক গ্রুপে শেয়ার করার পরই শুরু হয়েছে সমালোচনার ঝড়। সুলতান নামে একজন মন্তব্য করেছেন, ‘এগুলো সুনির্দিষ্ট লোকদের জন্য সুনির্দিষ্ট বিজ্ঞাপন।’ শফিক নামে একজন মন্তব্য করেছেন, ‘বিশেষ কিছু লোকদের জন্য এমন শর্ত দেয়’। সহকারী পরিচালক পদের দিকে ইঙ্গিত করে মিজান নামের একজন মন্তব্য করেছেন, ‘মূলত বিভাগীয় প্রার্থীদের চাকরি দেওয়ার জন্যই এই শর্ত। যেন কোনো ভাবেই নতুন লোক চাকরি না পায়।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ বলেন, ‘এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর যে সমালোচনা হচ্ছে, তা আমাদের কানেও আসছে। কিন্তু এখানে আমাদের কিছুই করার নেই। আমাদের চাকরিবিধিতে ওই দুই পদের বিপরীতে এমন শর্তই উল্লেখ করা আছে। সেটি পরিবর্তনের কোনো সুযোগ আমাদের কাছে নেই। এর আগেও আমরা এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে এই পরিস্থিতিতে পড়েছিলাম।’
অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১ হাজার ১০০ ডলার। এর আগে কলকাতার কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করেনি।
২ ঘণ্টা আগে‘ভদ্রলোক’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে প্রথম অভিনয় করেন মিম চৌধুরী। এরপর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তাঁরা দুজন। এবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন একই পরিচালকের দুটি ধারাবাহিক নাটকে। শামস করিম পরিচালিত ধারাবাহিক দুটি হলো ‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রাম’।
৩ ঘণ্টা আগেগাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারাচ্ছে অনেক শিশু। তীব্র খাদ্যসংকটে শিশুরা অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপতারকা ম্যাডোনা।
৫ ঘণ্টা আগেভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৬ ঘণ্টা আগে