Ajker Patrika

ইশরাত নিশাত নাট্য পুরস্কার ১৯ জানুয়ারি

ইশরাত নিশাত নাট্য পুরস্কার ১৯ জানুয়ারি

১৯ জানুয়ারি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদান করা হবে ইশরাত নিশাত নাট্য পুরস্কার ২০২২। গ্রুপ থিয়েটারে অবদানের জন্য আটটি শাখায় এ পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদের উপস্থিত থাকার কথা।

ইশরাত নিশাত নাট্য পুরস্কার বাস্তবায়ন কমিটির চেয়ারপারসন হিসেবে রয়েছেন ফেরদৌসী মজুমদার, কো-চেয়ারম্যান নাসির উদ্দিন ইউসুফ। সদস্য রামেন্দু মজুমদার, আতাউর রহমান, আসাদুজ্জামান নূর, ম. হামিদ, মামুনুর রশীদ, সারা যাকের, লাকী ইনাম, লিয়াকত আলী লাকী, গোলাম কুদ্দুছ, তারিক আনাম খান, রোকেয়া রফিক বেবী, কামাল বায়েজীদ, মাসুম রেজা ও কামাল আহমেদ।

গত দুই বছর থিয়েটার চর্চা করছে এমন দলের মঞ্চায়িত ১৭ নাটক দেখে এরই মধ্যে মূল্যায়ন সম্পন্ন করেছে সাত সদস্যের জুরিবোর্ড। অধ্যাপক আবদুস সেলিমকে প্রধান করে গঠিত জুরিবোর্ডে রয়েছেন ওয়াহিদা মল্লিক জলি, দেবপ্রসাদ দেবনাথ, ড. ইউসুফ হাসান অর্ক, মোহাম্মদ আলী হায়দার, ড. কামালউদ্দিন কবির ও ড. আইরিন পারভীন লোপা।

পুরস্কারের জন্য মনোনীত আটটি শাখা হলো সেরা নির্দেশক, সেরা নাট্যকার, সেরা অভিনেতা (নারী), সেরা অভিনেতা (পুরুষ), সেরা মঞ্চ পরিকল্পক, সেরা আলোক পরিকল্পক, সেরা সংগীত পরিকল্পক ও সেরা প্রযোজনা। পুরস্কারের প্রতিটি আর্থিক সম্মাননার পরিমাণ সর্বনিম্ন ২৫ হাজার টাকা। সেই সঙ্গে দেওয়া হবে একটি করে ক্রেস্ট ও সনদ।

২০২০ সালের ২০ জানুয়ারি প্রয়াত হন ইশরাত নিশাত। আমৃত্যু তিনি কাজ করেছেন শুধু থিয়েটারের জন্য। মুক্তিযুদ্ধের পর মঞ্চনাটক দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে সমাদৃত হয়েছে। বেগবান হয়েছে গ্রুপ থিয়েটার আন্দোলন। এই অভিযাত্রায় যাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তাঁদের মধ্যে অন্যতম ইশরাত নিশাত। তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েই মর্যাদাপূর্ণ এই নাট্য পুরস্কার প্রবর্তন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত