‘ঘুষের’ রেট নির্ধারণ: শরীয়তপুর আদালতের হটলাইন ও অভিযোগ বাক্স চালু
বিচারিক সেবার জন্য ঘুষ, দুর্নীতি ও অনিয়ম রোধে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হটলাইন ও অভিযোগ বাক্স চালু করেছেন। এ ছাড়া হোয়াটসঅ্যাপ ও ই-মেইলের মাধ্যমে অভিযোগ করার ব্যবস্থা রাখা হয়েছে। শরীয়তপুর আইনজীবী সমিতির সভায় আদালতের কর্মচারীদের জন্য ‘ঘুষের’ রেট নির্ধারণের বিষয়টি নজরে এলে চিফ জুডিশি