Ajker Patrika

মুক্তিযোদ্ধার হাত ভেঙে দেওয়ার পর বাড়ি লুট

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ২২: ২৩
হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা আবদুর রশিদ শিকদার। ছবি: আজকের পত্রিকা
হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা আবদুর রশিদ শিকদার। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের ভেদরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধার হাত ভেঙে দেওয়ার পর এবার তাঁর বাড়ি ভাঙচুর ও লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার চরভাগা মধ্য ঢালীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার চরবাঘা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা আবদুর রশিদ শিকদারের সঙ্গে প্রতিবেশী মৃত হযরত আলী শিকদারের ছেলে জব্বার শিকদার, আকবর শিকদার ও খালেক শিকদারের জমি নিয়ে বিরোধ রয়েছে। ঈদ উপলক্ষে রশিদ শিকদারের ছেলেরা বাড়িতে এলে গত রোববার বিকেলে তাঁদের ফসলি জমি মাপজোখ করতে যান। সেখানে জব্বার শিকদার তাঁদের বাধা দেন। এ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে ঈদের দিন সকালে জব্বার, আকবর শিকদার ও খালেক শিকদার লোকজন নিয়ে বীর মুক্তিযোদ্ধা রশিদ শিকদারের ওপর হামলা করেন। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন তাঁর ছেলে চিকিৎসক আলমগীর হোসেন। পরে মুক্তিযোদ্ধা রশিদ শিকদার ও তাঁর ছেলে আলমগীর হোসেনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

এ ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদার বাদী হয়ে জব্বার শিকদার, আকবর শিকদার, খালেক শিকদারসহ ১০ জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন।

এদিকে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদার ও তাঁর ছেলে আলমগীর হোসেনকে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদারের পরিবারের সদস্যরা তাঁর চিকিৎসার জন্য ঢাকায় থাকায় এবং তাঁর বাড়িতে কোনো লোকজন না থাকার সুযোগে আজ সকালে আসামিরা ফাঁকা বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে। পরে খবর পেয়ে সখীপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদার বলেন, ‘জব্বার শিকদার, আকবর শিকদার ও খালেক শিকদাররা দাবি করে, আমি নাকি তাদের জমি ভোগ দখল করি। এ জন্য তারা আমার জমির ফসল নষ্ট করে দেয়। এর পরিপ্রেক্ষিতে আমি থানায় অভিযোগ করি। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের দুই পক্ষকে নিয়ে থানায় বসা হয়। থানায় পুলিশের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়, আমাদের জমিজমাসংক্রান্ত বিষয়টি ঈদের পরে সমাধান করা হবে। পাশাপাশি থানা থেকে পরামর্শ প্রদান করা হয়, আমরা যেন আমাদের জমিগুলো নিজেরা আলাদাভাবে মেপে রাখি। এ জন্য আমি লোকজন নিয়ে জমি মাপতে গেলে জব্বার শিকদার বাধা দেয় এবং কাঁচি দিয়ে জমি মাপার ফিতাটা কেটে ফেলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে পরদিন সোমবার, অর্থাৎ ঈদের দিন ভোরে আমি ফজরের নামাজ পড়ে বাড়ি আসার পথে জব্বার শিকদার ও তাদের লোকজন আমার ওপর অতর্কিত হামলা করে হাত ভেঙে দেয়। আমার সন্তানেরা আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও আহত করা হয়। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি। আমি বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছি। পরিবারের সবাই আমার সঙ্গে আছে। বাড়িঘর খালি রেখে আমরা সবাই ঢাকায় চলে আসি। আজকে (বুধবার) সকালে আমাদের প্রতিবেশীরা জানায়, জব্বার শিকদারের লোকেরা বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।’

অভিযোগ অস্বীকার করে জব্বার শিকদার মোবাইল ফোনে বলেন, ‘মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদার প্রভাব খাটিয়ে আমাদের জমি ভোগদখল করে আসছে। আমরা আমাদের সেই জমি ফিরে পেতে চাই। আমি বা আমার কোনো লোকজন তাঁদের ওপর হামলা করেনি। এ ছাড়া তাঁর বাড়িতে কেউ ভাঙচুর বা লুটপাট করেনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জেরে চরভাগায় আব্দুর রশিদ শিকদার নামে এক মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে আবার ওই মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত