একটি শক্তির নাম মায়া অ্যাঞ্জেলো
কে ছিলেন মায়া অ্যাঞ্জেলো, এই ব্যাখ্যার চেয়ে বরং বলা সহজ, কী ছিলেন না তিনি! মায়া অ্যাঞ্জেলো ছিলেন একাধারে কবি, বিখ্যাত স্মৃতি লেখক, সমাজকর্মী, গায়িকা, নৃত্যশিল্পী ও অভিনেত্রী। ১৯২৮ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে জন্ম তাঁর।