হংকংয়ের মেসি-ভক্তরা ফেরত পাচ্ছেন অর্ধেক টাকা
লিওনেল মেসিকে হংকংয়ে কেন খেলানো হয়নি—এ নিয়ে গত মাসে ফুটবল বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল। যা ঘটার তো ঘটে গেছে। যত আলোচনাই হোক, টাইমমেশিনে চড়ে তো গত মাসে যাওয়া সম্ভব নয়। তবে ভক্ত-সমর্থকেরা যারা মাঠে বসে খেলা দেখেছেন, তাদের আংশিক টাকা ফেরত দেওয়া হবে বলে জানা গেছে।