লিওনেল মেসিকে না পাওয়ার অভাবটা বড্ড টের পাচ্ছে ইন্টার মায়ামি, যার সর্বশেষটা আজ ভোরে পেয়েছে মেক্সিকোর ক্লাব মন্টেরের বিপক্ষে। তাঁকে ছাড়া কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ খেলেতে নেমে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে মায়ামি।
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সুস্থ না হওয়ায় মেসিকে আজ সতীর্থদের হার দেখতে হয়েছে গ্যালারিতে বসে। তাঁকে তিক্ত স্বাদ দিয়েছেন আবার তাঁরই স্বদেশি দুই ফুটবলার। তাঁরা হচ্ছেন—ম্যাক্সিমিলানো মেজা এবং জর্জ রদ্রিগেজ। প্রথমে সমতায় ফেরান মেজা। আর ম্যাচ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে গোল করে মন্টেরেকে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ আটের প্রথম লেগে জয় এনে দিয়েছেন আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার।
হারের আগে অবশ্য দুর্দান্ত শুরু করেছিল মায়ামি। ঘরের মাঠ চেস স্টেডিয়ামে ১৯ মিনিটেই এগিয়ে গিয়েছিল তারা। কর্নার থেকে লিড এনে দিয়েছিলেন মায়ামির আর্জেন্টাইন ডিফেন্ডার টমাস অ্যাভিলেস। তাঁর গোলে বিরতিতেও যায় মায়ামি।
বিরতি শেষে ফিরেই ধাক্কা খায় মায়ামি। চার মিনিটের ব্যবধানে ডেভিড রুইজ দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় স্বাগতিকেরা। যার ফলও দ্রুত পায় মেক্সিকান ক্লাব। ৬৯ মিনিটে কর্নার থেকে তারা সমতায় ফেরে। মন্টেরের হয়ে গোলটি করেন মেজা।
৮৯ মিনিটে দলকে জয় এনে দেন রদ্রিগেজ। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে। মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারের আঙুল স্পর্শ হলেও বল সঠিক জায়গায় ঠিকই পৌঁছেছে। রদ্রিগেজের গোলের আগে অবশ্য ভুল করেছিলেন মায়ামির এক ডিফেন্ডার। সতীর্থের পাস ঠিকমতো পায়ে না রাখার ফল ম্যাচ শেষে হার।
মায়ামিকে সেমিফাইনালে যেতে হলে দ্বিতীয় লেগে মন্টেরের মাঠে জিততে হবে। ফিরতি লেগ ১০ এপ্রিল। এই টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়নদের সেদিন শুধু হারালেই চলবে না, গোল ব্যবধানে এগিয়েও থাকতে হবে মেসিদের।
লিওনেল মেসিকে না পাওয়ার অভাবটা বড্ড টের পাচ্ছে ইন্টার মায়ামি, যার সর্বশেষটা আজ ভোরে পেয়েছে মেক্সিকোর ক্লাব মন্টেরের বিপক্ষে। তাঁকে ছাড়া কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ খেলেতে নেমে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে মায়ামি।
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সুস্থ না হওয়ায় মেসিকে আজ সতীর্থদের হার দেখতে হয়েছে গ্যালারিতে বসে। তাঁকে তিক্ত স্বাদ দিয়েছেন আবার তাঁরই স্বদেশি দুই ফুটবলার। তাঁরা হচ্ছেন—ম্যাক্সিমিলানো মেজা এবং জর্জ রদ্রিগেজ। প্রথমে সমতায় ফেরান মেজা। আর ম্যাচ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে গোল করে মন্টেরেকে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ আটের প্রথম লেগে জয় এনে দিয়েছেন আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার।
হারের আগে অবশ্য দুর্দান্ত শুরু করেছিল মায়ামি। ঘরের মাঠ চেস স্টেডিয়ামে ১৯ মিনিটেই এগিয়ে গিয়েছিল তারা। কর্নার থেকে লিড এনে দিয়েছিলেন মায়ামির আর্জেন্টাইন ডিফেন্ডার টমাস অ্যাভিলেস। তাঁর গোলে বিরতিতেও যায় মায়ামি।
বিরতি শেষে ফিরেই ধাক্কা খায় মায়ামি। চার মিনিটের ব্যবধানে ডেভিড রুইজ দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় স্বাগতিকেরা। যার ফলও দ্রুত পায় মেক্সিকান ক্লাব। ৬৯ মিনিটে কর্নার থেকে তারা সমতায় ফেরে। মন্টেরের হয়ে গোলটি করেন মেজা।
৮৯ মিনিটে দলকে জয় এনে দেন রদ্রিগেজ। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে। মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারের আঙুল স্পর্শ হলেও বল সঠিক জায়গায় ঠিকই পৌঁছেছে। রদ্রিগেজের গোলের আগে অবশ্য ভুল করেছিলেন মায়ামির এক ডিফেন্ডার। সতীর্থের পাস ঠিকমতো পায়ে না রাখার ফল ম্যাচ শেষে হার।
মায়ামিকে সেমিফাইনালে যেতে হলে দ্বিতীয় লেগে মন্টেরের মাঠে জিততে হবে। ফিরতি লেগ ১০ এপ্রিল। এই টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়নদের সেদিন শুধু হারালেই চলবে না, গোল ব্যবধানে এগিয়েও থাকতে হবে মেসিদের।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৯ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে