লিওনেল মেসিকে না পাওয়ার অভাবটা বড্ড টের পাচ্ছে ইন্টার মায়ামি, যার সর্বশেষটা আজ ভোরে পেয়েছে মেক্সিকোর ক্লাব মন্টেরের বিপক্ষে। তাঁকে ছাড়া কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ খেলেতে নেমে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে মায়ামি।
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সুস্থ না হওয়ায় মেসিকে আজ সতীর্থদের হার দেখতে হয়েছে গ্যালারিতে বসে। তাঁকে তিক্ত স্বাদ দিয়েছেন আবার তাঁরই স্বদেশি দুই ফুটবলার। তাঁরা হচ্ছেন—ম্যাক্সিমিলানো মেজা এবং জর্জ রদ্রিগেজ। প্রথমে সমতায় ফেরান মেজা। আর ম্যাচ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে গোল করে মন্টেরেকে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ আটের প্রথম লেগে জয় এনে দিয়েছেন আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার।
হারের আগে অবশ্য দুর্দান্ত শুরু করেছিল মায়ামি। ঘরের মাঠ চেস স্টেডিয়ামে ১৯ মিনিটেই এগিয়ে গিয়েছিল তারা। কর্নার থেকে লিড এনে দিয়েছিলেন মায়ামির আর্জেন্টাইন ডিফেন্ডার টমাস অ্যাভিলেস। তাঁর গোলে বিরতিতেও যায় মায়ামি।
বিরতি শেষে ফিরেই ধাক্কা খায় মায়ামি। চার মিনিটের ব্যবধানে ডেভিড রুইজ দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় স্বাগতিকেরা। যার ফলও দ্রুত পায় মেক্সিকান ক্লাব। ৬৯ মিনিটে কর্নার থেকে তারা সমতায় ফেরে। মন্টেরের হয়ে গোলটি করেন মেজা।
৮৯ মিনিটে দলকে জয় এনে দেন রদ্রিগেজ। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে। মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারের আঙুল স্পর্শ হলেও বল সঠিক জায়গায় ঠিকই পৌঁছেছে। রদ্রিগেজের গোলের আগে অবশ্য ভুল করেছিলেন মায়ামির এক ডিফেন্ডার। সতীর্থের পাস ঠিকমতো পায়ে না রাখার ফল ম্যাচ শেষে হার।
মায়ামিকে সেমিফাইনালে যেতে হলে দ্বিতীয় লেগে মন্টেরের মাঠে জিততে হবে। ফিরতি লেগ ১০ এপ্রিল। এই টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়নদের সেদিন শুধু হারালেই চলবে না, গোল ব্যবধানে এগিয়েও থাকতে হবে মেসিদের।
লিওনেল মেসিকে না পাওয়ার অভাবটা বড্ড টের পাচ্ছে ইন্টার মায়ামি, যার সর্বশেষটা আজ ভোরে পেয়েছে মেক্সিকোর ক্লাব মন্টেরের বিপক্ষে। তাঁকে ছাড়া কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ খেলেতে নেমে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে মায়ামি।
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সুস্থ না হওয়ায় মেসিকে আজ সতীর্থদের হার দেখতে হয়েছে গ্যালারিতে বসে। তাঁকে তিক্ত স্বাদ দিয়েছেন আবার তাঁরই স্বদেশি দুই ফুটবলার। তাঁরা হচ্ছেন—ম্যাক্সিমিলানো মেজা এবং জর্জ রদ্রিগেজ। প্রথমে সমতায় ফেরান মেজা। আর ম্যাচ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে গোল করে মন্টেরেকে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ আটের প্রথম লেগে জয় এনে দিয়েছেন আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার।
হারের আগে অবশ্য দুর্দান্ত শুরু করেছিল মায়ামি। ঘরের মাঠ চেস স্টেডিয়ামে ১৯ মিনিটেই এগিয়ে গিয়েছিল তারা। কর্নার থেকে লিড এনে দিয়েছিলেন মায়ামির আর্জেন্টাইন ডিফেন্ডার টমাস অ্যাভিলেস। তাঁর গোলে বিরতিতেও যায় মায়ামি।
বিরতি শেষে ফিরেই ধাক্কা খায় মায়ামি। চার মিনিটের ব্যবধানে ডেভিড রুইজ দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় স্বাগতিকেরা। যার ফলও দ্রুত পায় মেক্সিকান ক্লাব। ৬৯ মিনিটে কর্নার থেকে তারা সমতায় ফেরে। মন্টেরের হয়ে গোলটি করেন মেজা।
৮৯ মিনিটে দলকে জয় এনে দেন রদ্রিগেজ। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে। মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারের আঙুল স্পর্শ হলেও বল সঠিক জায়গায় ঠিকই পৌঁছেছে। রদ্রিগেজের গোলের আগে অবশ্য ভুল করেছিলেন মায়ামির এক ডিফেন্ডার। সতীর্থের পাস ঠিকমতো পায়ে না রাখার ফল ম্যাচ শেষে হার।
মায়ামিকে সেমিফাইনালে যেতে হলে দ্বিতীয় লেগে মন্টেরের মাঠে জিততে হবে। ফিরতি লেগ ১০ এপ্রিল। এই টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়নদের সেদিন শুধু হারালেই চলবে না, গোল ব্যবধানে এগিয়েও থাকতে হবে মেসিদের।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে