হাতিয়ায় মেঘনায় ভেসে এল অজ্ঞাতনামা যুবকের লাশ
স্থানীয় বাসিন্দা ও রহমত বাজারের ব্যবসায়ী আব্দুল মন্নান জানান, সকালে গরু আনতে গিয়ে কয়েকজন ব্যক্তি নদীর তীরে লাশটি দেখতে পান। পরে তারা বাজারের লোকজনকে জানালে আশপাশের মানুষ ভিড় জমায়। লাশটি পচে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে বিকৃতি দেখা গেছে। যুবকটির শরীরের ওপরের অংশে শুধু একটি টি-শার্ট ছিল।