Ajker Patrika

খুনের অভিযোগে ছেলে গ্রেপ্তার, অপমানে মায়ের আত্মহত্যা

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় ছেলেকে। এ ঘটনায় অপমানে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন মা। আজ মঙ্গলবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে। নিহত জাহানারা বেগম ১ নম্বর ওয়ার্ডের ওপরের বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি চুরি করতে গিয়ে পরিচয় প্রকাশ হয়ে যাওয়ায় এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেন আলাউদ্দিন ও রাব্বি নামের দুজন। ঘটনার এক সপ্তাহ পর পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এলাকার মানুষ এ নিয়ে কটু কথা বলায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন আলাউদ্দিনের মা জাহানারা। আগে থেকে তাঁর মানসিক সমস্যাও ছিল। পরে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

প্রতিবেশী জামসেদ উদ্দিন বলেন, গতকাল সোমবার রাতে জাহানারা পাশের এলাকার বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে আসেন। মঙ্গলবার সকালে তাঁর মা ও বোন খোঁজ নিতে এসে দেখেন ঘরের আড়ার সঙ্গে তিনি ঝুলে আছেন। তখন তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেন।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, নিঝুম দ্বীপে নিজের ঘর থেকে জাহানারা বেগম নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত