যশোরে ২৫ মামলার আসামি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার
যশোরে ২৫ মামলার আসামি আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, পাঁচটি গুলি ও ম্যাগাজিন জব্দ করা হয়। আজ বুধবার দুপুরে র্যাব-৬ যশোর ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।