রাজনৈতিক নিয়োগের পর থেকে র্যাবে পচন শুরু হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
র্যাব গঠনের শুরুর দিকে এটি সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনী হিসেবে মানুষের সম্মান, আস্থা ও বিশ্বাস অর্জন করেছিল। সেখানে পুলিশ ও সশস্ত্র বাহিনীর সেরা অফিসারদের এখানে পদায়ন করা হতো। কিন্তু যখনই রাজনৈতিক বিবেচনায় এ বাহিনীতে নিয়োগ ও পদায়ন শুরু হয়, তখন থেকে এতে পচন ধরতে শুরু করে...