Ajker Patrika

টেকনাফের বদির ভাতিজা শাহজাহান ঢাকায় আটক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২২: ৩৭
টেকনাফের বদির ভাতিজা শাহজাহান ঢাকায় আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ছাত্র–জনতার ওপর হামলার মামলার আসামি শাহজাহান মিয়াকে (৩৪) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে আটক করেছে র‍্যাব। তিনি টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আজ সোমবার ভোরে তাঁকে আটক করা হয় বলে রাতে জানিয়েছে র‍্যাব–১।

এর আগে কক্সবাজারের টেকনাফ থানায় তাঁর বিরুদ্ধে গত ১৮ আগস্ট হত্যাচেষ্টার মামলা হয়। ওই মামলায় তিন নম্বর আসামি।

শাহজাহান মিয়া টেকনাফের মো. জাফর আহমেদের ছেলে এবং কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা।

র‍্যাব–১–এর সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টেকনাফে ছাত্র–জনতার বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলাকারী ছাত্র জনতা হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি মো. শাহজাহান মিয়াকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানায় হত্যাচেষ্টার মামলা রয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার শাহজাহান তালিকাভুক্ত মাদক কারবারি, টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কুখ্যাত মাদক কারবারি সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি মাহফুজুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ছাত্র–জনতাকে হত্যাচেষ্টার কথা স্বীকার করেছেন শাহজাহান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত