Ajker Patrika

বিটিএস ফ্যানের কোরিয়াযাত্রা, পাচারচক্রের হাত থেকে উদ্ধার মাদ্রাসাছাত্রী

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ১২
বিটিএস ফ্যানের কোরিয়াযাত্রা, পাচারচক্রের হাত থেকে উদ্ধার মাদ্রাসাছাত্রী

মানব পাচার চক্রের ফেসবুক পেজ ‘বিটিএস ফ্যান ক্লাবে’ আসক্ত হয়ে কোরিয়ার উদ্দেশে যাত্রা করা এক মাদ্রাসার ছাত্রীকে (১২) উদ্ধার করেছে মাদারীপুর র‍্যাব-৮। গতকাল রোববার রাতে রাজধানীর আজিমপুর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এদিন সকালে শরীয়তপুর সদর থেকে ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়ে যায়। 

র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার রিফাত অভি জানান, রোববার সকালে মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয় চতুর্থ শ্রেণির ওই ছাত্রী। দুপুরেও বাড়ি ফিরে না এলে পরিবারের সন্দেহ হয়। পরে ওই শিক্ষার্থীর বিছানায় পড়ে থাকা একটি চিরকুটের মাধ্যমে পরিবার জানতে পারে সে কোরিয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছে। 

পরে ছাত্রীটির পরিবার থেকে শরীয়তপুরের পালং থানায় নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বিষয়টি র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে জানানো হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আজিমপুর থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। 

র‍্যাব-৮ আরও জানায়, বেশ কিছুদিন আগে ফেসবুকে অনলাইন পেজ ‘বিটিএস ফ্যান ক্লাবে’ যুক্ত হয় ওই ছাত্রী। পরে প্রতারণার ফাঁদে পড়ে সে। ওই ছাত্রীকে মানব পাচারের জন্য কোরিয়ায় নেওয়াই উদ্দেশ্য ছিল চক্রটির। এ কারণে ছাত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বাড়ি থেকে নিয়ে আসে চক্রটি। র‍্যাবের হস্তক্ষেপে ওই ছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার রিফাত অভি বলেন, এই চক্রের মূল হোতাসহ বাকিদের ধরতে কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত