Ajker Patrika

পাবনায় দুই শিক্ষার্থীকে গুলি করে হত্যা, অস্ত্রধারী নাসির গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ২০: ২৭
পাবনায় দুই শিক্ষার্থীকে গুলি করে হত্যা, অস্ত্রধারী নাসির গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পাবনায় দুই শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে অস্ত্রধারী নাসিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-৩ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

র‍্যাব জানায়, গত ৪ আগস্ট পাবনা সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে সাঈদ চেয়ারম্যানের নেতৃত্বে কিছু সন্ত্রাসী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে। ওই হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিক্ষার্থী মাহাবুব হাসান নিলয় (১৪) এবং ছাত্র জাহিদুল ইসলাম (১৯) নিহত হন। হামলা ও গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি র‍্যাবের নজরে আসে।

পরে ওই হামলা ও গুলিবর্ষনের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। উক্ত ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় ওই ঘটনায় সরাসরি অংশগ্রহণকারী আসামি মো. নাসিরকে (৪৫) র‍্যাব-৩ আজ বেলা সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির হামলা ও গুলিবর্ষনের ঘটনায় অস্ত্র হাতে তার উপস্থিতির বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত