‘ভাইয়ের লাশটাও পাইনি, র্যাবকে ক্ষমা করি কীভাবে’
গুম-খুনসহ র্যাবের বিতর্কিত কর্মকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে ক্ষমা চেয়েছেন বাহিনীর প্রধান এ কে এম শহিদুর রহমান। তবে এতে আক্ষেপ কমেনি গুমের শিকার রাজশাহীর ইসমাইল হোসেনের পরিবারের। তার ছোট ভাই ইউসুফ আলী বলেন, ‘আমার ভাইটার লাশটাও খুঁজে পাইনি। র্যাবকে ক্ষমা করি কীভাবে?’