রিয়ালকে নিয়ে খেলল বার্সা
ম্যাচ শেষ হতেই জেরার্ড পিকে টুইট করেছেন, ‘আমরা ফিরে এসেছি’। পিকে কিসের ‘ফেরা’ বোঝাচ্ছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন। ধ্রুপদি লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে নিয়ে গত রাতে স্রেফ খেলেছে বার্সেলোনা। বার্নাব্যুর এল ক্লাসিকোতে রিয়ালকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে বার্সা।