নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ: ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী তিন দিনের রিমান্ডে
নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পুলিশকে মারধর, পুলিশের কর্তব্যকাজে বাধা দান ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম তামান্না ফারহা এ রিমান্ড মঞ্জুর করেন।