নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের কর্তব্যকাজে বাধা দান, পুলিশকে মারধর ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় নিউমার্কেটের ক্যাপিটাল ফাস্ট ফুড দোকানের দুই কর্মচারীকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম শফি উদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।
দুই কর্মচারী হচ্ছেন মো. বাবু হোসেন ও মো. কাওসার। গত সোমবার রাজধানীর হাজারীবাগ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বিকেলে তাদেরকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর। একই সঙ্গে তিনি দুজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। নিউমার্কেট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শরিফ শাফায়াত হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৮ এপ্রিল রাত বারোটার দিকে নিউ মার্কেটের দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। পরদিন দফায় দফায় সারা দিন সংঘর্ষ চলে। এই সংঘর্ষে নাহিদ ও মোরসালিন নামে দুজন নিহত হন।
এ ঘটনায় দুটি হত্যা মামলা, একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা হয়।
পুলিশের কর্তব্যকাজে বাধা দানের মামলায় স্থানীয় বিএনপি নেতা মকবুল হোসেনকে আসামি করা হয়। ওই মামলায় মকবুল হোসেন সহ এর আগে সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়। এই দুই দোকান কর্মচারীকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হলো।
ঢাকার নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের কর্তব্যকাজে বাধা দান, পুলিশকে মারধর ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় নিউমার্কেটের ক্যাপিটাল ফাস্ট ফুড দোকানের দুই কর্মচারীকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম শফি উদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।
দুই কর্মচারী হচ্ছেন মো. বাবু হোসেন ও মো. কাওসার। গত সোমবার রাজধানীর হাজারীবাগ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বিকেলে তাদেরকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর। একই সঙ্গে তিনি দুজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। নিউমার্কেট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শরিফ শাফায়াত হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৮ এপ্রিল রাত বারোটার দিকে নিউ মার্কেটের দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। পরদিন দফায় দফায় সারা দিন সংঘর্ষ চলে। এই সংঘর্ষে নাহিদ ও মোরসালিন নামে দুজন নিহত হন।
এ ঘটনায় দুটি হত্যা মামলা, একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা হয়।
পুলিশের কর্তব্যকাজে বাধা দানের মামলায় স্থানীয় বিএনপি নেতা মকবুল হোসেনকে আসামি করা হয়। ওই মামলায় মকবুল হোসেন সহ এর আগে সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়। এই দুই দোকান কর্মচারীকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হলো।
গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদা আক্তার জসুদাকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত দুইটায় গাজীপুর মহানগরীর উত্তর ছায়া বিথী এলাকায় তাঁর ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে জয়দেবপুর থানা-পুলিশ।
১০ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে জামাল উদ্দীন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ওঝার ভরসায় সময় শেষ করে ৪ ঘণ্টা পর হাসপাতালে নেওয়ার কারণে ওই যুবককে ভ্যাকসিন দিয়েও বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিকিৎসক।
২৭ মিনিট আগেচট্টগ্রামে হাটহাজারী ও কর্ণফুলী এলাকায় আলাদা দুটি হাসপাতাল নির্মাণ পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ ছাড়া কালুরঘাট এলাকায় একটি ডেন্টাল কলেজ ও ডেন্টাল হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও আছে বলে জানান তিনি।
২৯ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আবদুস সাত্তার বাদশা (২৫) নামে এক যুবকের হাতের কব্জি কেটে দেওয়ার অভিযোগ ওঠেছে আপন বড় ভাই রমজান আলী মিশনের (৩২) বিরুদ্ধে।
৩৩ মিনিট আগে