Ajker Patrika

নিউমার্কেটে সংঘর্ষ: দোকানের দুই কর্মচারী তিন দিনের রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মে ২০২২, ১৯: ২৮
নিউমার্কেটে সংঘর্ষ: দোকানের দুই কর্মচারী তিন দিনের রিমান্ডে 

ঢাকার নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের কর্তব্যকাজে বাধা দান, পুলিশকে মারধর ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় নিউমার্কেটের ক্যাপিটাল ফাস্ট ফুড দোকানের দুই কর্মচারীকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম শফি উদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।

দুই কর্মচারী হচ্ছেন মো. বাবু হোসেন ও মো. কাওসার। গত সোমবার রাজধানীর হাজারীবাগ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিকেলে তাদেরকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর। একই সঙ্গে তিনি দুজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। নিউমার্কেট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শরিফ শাফায়াত হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৮ এপ্রিল রাত বারোটার দিকে নিউ মার্কেটের দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। পরদিন দফায় দফায় সারা দিন সংঘর্ষ চলে। এই সংঘর্ষে নাহিদ ও মোরসালিন নামে দুজন নিহত হন।

এ ঘটনায় দুটি হত্যা মামলা, একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা হয়।

পুলিশের কর্তব্যকাজে বাধা দানের মামলায় স্থানীয় বিএনপি নেতা মকবুল হোসেনকে আসামি করা হয়। ওই মামলায় মকবুল হোসেন সহ এর আগে সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়। এই দুই দোকান কর্মচারীকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত