Ajker Patrika

মকবুলের রিমান্ড চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৩: ৫১
মকবুলের রিমান্ড চায় পুলিশ

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় বিএনপির নেতা মকবুল হোসেন সরদারকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে তাঁর এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। 

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মকবুলকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। এর আগে সকাল সাড়ে ১০টায় তাঁকে আদালতে আনা হয়। মকবুলকে রাখা হয় কোর্ট হাজতখানায়। 

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (এসআই) শাফায়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মকবুলের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। একটু পরই শুনানি হবে।’ 

এর আগে গতকাল শুক্রবার বিএনপির নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশের দায়ের করা মামলায় তিনি এক নম্বর আসামি। মকবুল বিএনপির নিউমার্কেট থানার সাবেক সভাপতি। 

গত সোমবার রাত ১২টার দিকে নিউমার্কেট ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান। পরদিন দিনভর সংঘর্ষ চলে ওই এলাকার ব্যবসায়ী, দোকান কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে। এ ঘটনায় এখন পর্যন্ত নাহিদ হোসেন ও মোহাম্মদ মোরসালিন নামে দুই তরুণের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ৪০ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত