র্যাব হেফাজতে মৃত জেসমিনের ডান হাতের ‘মাংসে জমাটবাঁধা রক্ত’ ছিল
র্যাব হেফাজতে মৃত নওগাঁর ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের আঘাত শুধু মাথায় নয়, হাতেও পাওয়া গেছে জখম। সুরতহাল প্রতিবেদনেই বিষয়টি উঠে এসেছে। এ প্রতিবেদনে শুধু হাতের বাইরের আঘাতের চিহ্নের কথা উল্লেখ রয়েছে। তবে ময়নাতদন্তের সময় চিকিৎসকেরা দেখেছেন, হাতের ভেতরে মাংসে রক্ত জমাট বেঁধে ছিল...