নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু রোগী মারা গেছেন। তাঁর নাম পাপ্পু (২৫)। শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেন।
পাপ্পুর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার ঢাকাচন্দ্রগাঁতি গ্রামে। বাবার নাম সাহেব।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ থেকে জ্বর নিয়ে ঈদের পরদিন বাড়ি এসেছিলেন সিকিউরিটি সার্ভিসের কর্মী পাপ্পু। রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল পৌনে ১০টার দিকে মারা যান তিনি। এ মৌসুমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে রামেক হাসপাতালে আসা রোগীদের মধ্যে পাপ্পুই প্রথম মারা গেলেন।
মৃত পাপ্পুর স্ত্রী অঞ্জনা খাতুন জানান, তাঁর স্বামী মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। ঈদের দুই দিন আগে সেখানেই জ্বর হয়। জ্বর নিয়ে ঈদের পরদিন বাড়িতে আসেন। তারপর তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, ২ জুলাই পাপ্পুকে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে ৪ জুলাই তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, গত জুন মাস থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়েছে। শনিবার আটজন রোগী চিকিৎসাধীন ছিলেন। এ পর্যন্ত ২৭ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এই মৌসুমে চিকিৎসা নিতে হাসপাতালে আসা রোগীদের মধ্যে পাপ্পুই প্রথম মারা গেলেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু রোগী মারা গেছেন। তাঁর নাম পাপ্পু (২৫)। শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেন।
পাপ্পুর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার ঢাকাচন্দ্রগাঁতি গ্রামে। বাবার নাম সাহেব।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ থেকে জ্বর নিয়ে ঈদের পরদিন বাড়ি এসেছিলেন সিকিউরিটি সার্ভিসের কর্মী পাপ্পু। রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল পৌনে ১০টার দিকে মারা যান তিনি। এ মৌসুমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে রামেক হাসপাতালে আসা রোগীদের মধ্যে পাপ্পুই প্রথম মারা গেলেন।
মৃত পাপ্পুর স্ত্রী অঞ্জনা খাতুন জানান, তাঁর স্বামী মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। ঈদের দুই দিন আগে সেখানেই জ্বর হয়। জ্বর নিয়ে ঈদের পরদিন বাড়িতে আসেন। তারপর তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, ২ জুলাই পাপ্পুকে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে ৪ জুলাই তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, গত জুন মাস থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়েছে। শনিবার আটজন রোগী চিকিৎসাধীন ছিলেন। এ পর্যন্ত ২৭ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এই মৌসুমে চিকিৎসা নিতে হাসপাতালে আসা রোগীদের মধ্যে পাপ্পুই প্রথম মারা গেলেন।
ফেনীর দাগনভূঞার পানিতে ডুবে নাফিজ (৯) ও ইয়াছিন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে দাগনভূঞা উপজেলার চণ্ডীপুর গ্রামের মোহাম্মদ আলী মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাফিজ একই বাড়ির মো. নেজামের ও ইয়াছিন মো. সাইফুলের ছেলে। এদিকে একই বাড়ির দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের
১৯ মিনিট আগেসাতক্ষীরার তালা উপজেলায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৮) নামের এক কলেজছাত্রীর মারা যাওয়ার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
২৪ মিনিট আগেমুন্সিগঞ্জ সদরে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে একের পর এক খুনের ঘটনা ঘটছে। ২৮ বছর ধরে চলা এই রক্তারক্তির সর্বশেষ শিকার হয়েছেন একজন গতকাল বৃহস্পতিবার রাতে। মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি এলাকায় রাত সাড়ে ১১টার দিকে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
৩০ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকায় গ্যাস–সংকট নিরসনের দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর ঘণ্টাব্যাপী ধলপুর-সায়েদাবাদ সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অত্র এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে