রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ১৯ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর তিনজন এবং নাটোর, পাবনা ও নওগাঁর একজন করে করোনা পজিটিভ ছিলেন। করোনা নেগেটিভ হলেও শারীরিক অন্যান্য জটিলতায় মারা গেছেন নাটোরের আরও দুজন। অন্য ১১ জন মারা গেছেন উপসর্গ নিয়ে।