গবেষক সংকটে লাক্ষা চাষ
বাংলাদেশের একটি উল্লেখযোগ্য রপ্তানি পণ্য লাক্ষা। এর ব্যবহার বহুবিধ। তবে বর্তমানে হারিয়ে গেছে লাক্ষা চাষের সোনালি দিন। একসময় দেশের বিভিন্ন অঞ্চলে সেমিয়লাটা, বরই, বাবলা, কড়ইগাছের বাগানে লাক্ষা চাষ করা হলেও নানা সংকটের মুখে পড়ে বরইগাছে এখনো লাক্ষা চাষ করছেন চাষিরা।