Ajker Patrika

গণহত্যাবিষয়ক নাটক ‘শহীদ সাগর’-এর মহড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৭: ৫৭
গণহত্যাবিষয়ক নাটক ‘শহীদ সাগর’-এর মহড়া

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গণহত্যার ভয়াবহতা, গণকবর, বধ্যভূমিসহ মুক্তিযুদ্ধের সামগ্রিক চিত্র তুলে ধরতে দেশের প্রতিটি জেলায় একটি করে নাটক নির্মাণ ও পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যার ওপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় নির্মাণ হচ্ছে ৬৪টি পরিবেশ থিয়েটার।

এক বছর ধরে গবেষণা ও যাচাই-বাছাই করে প্রতিটি জেলায় পরিবেশ থিয়েটার উপযোগী একটি করে বধ্যভূমি বেছে নেওয়া হয়েছে। নাটোর জেলায় লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যার ইতিহাসকে কেন্দ্র করে নাটক ‘শহীদ সাগর’ নির্মাণের কাজ শুরু হয়েছে।

নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মামুন রেজা।

নাটকটির স্থানীয় সমন্বয়ক চলন নাটুয়ার সহসভাপতি মো. আব্দুল আওয়াল বলেন, সবার আন্তরিক প্রচেষ্টায় মানসম্পন্ন একটি নাটক উপস্থাপনের চেষ্টা করছেন। রেকর্ডিংয়ের জন্য পুরোদমে মহড়া চলছে। তাঁরা সফলভাবে কাজটি সম্পন্ন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

নাটকের প্রধান সমন্বয়কারী নাটোর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা আব্দুল রাকিবিল বারী বলেন, লালপুরের চলন নাটুয়া, ধুপইল সংগীত একাডেমি, বাগাতিপাড়ার বকুল স্মৃতি থিয়েটার, বড়াইগ্রামের বনপাড়ার রূপরেখা লালন একাডেমি, নাটোরের গোধূলী নাট্য সংস্থাসহ বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন স্কুল-কলেজের বিএনসিসি-স্কাউট সদস্যসহ শতাধিক কলাকুশলীর অংশগ্রহণে পরিবেশ থিয়েটারের মহড়াসহ সব কাজ এগিয়ে চলেছে। আগামী ৪ ডিসেম্বর ‘শহীদ সাগর’ নাটকটি পরিবেশিত হবে বলে আশা করছেন।

নাটকের নির্দেশক ড. সৈয়দ মামুন রেজা বলেন, মহান মুক্তিযুদ্ধে সারাদেশে পাকিস্তানি সেনাবাহিনী ও তাঁদের সহযোগীদের ভয়াবহ, বর্বর ও নারকীয় গণহত্যা পৃথিবীর ইতিহাসে বিরল। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এই গণহত্যাবিষয়ক নাটক নির্মাণ ও প্রদর্শনীর মাধ্যমে গণহত্যায় শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হবে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৫ মে নাটোরের লালপুরে পাকবাহিনীর মর্মান্তিক গণ হত্যাকাণ্ডে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের প্রশাসক শহীদ লেফটেন্যান্ট এম এ আজিমসহ অর্ধশতাধিক শহীদ হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত