Ajker Patrika

গুরুদাসপুরে জমে উঠেছে শ্রমিকের হাট

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৭: ২০
গুরুদাসপুরে জমে উঠেছে শ্রমিকের হাট

নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বিভিন্ন স্থানে রসুন চাষ ও ধান কাটার মৌসুম শুরু হয়েছে। প্রতিদিন ধান কাটা ও রসুন রোপণের জন্য দিনমজুরদের নিয়ে জমজমাট হাট বসছে।

সরেজমিনে দেখা গেছে, গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ধারাবাড়িষা ইউনিয়নের নয়াবাজার, মশিন্দা ইউনিয়নের কাছিকাটা, হাজীরহাটসহ বিভিন্ন স্থানে রসুন রোপণ ও ধান কাটাসহ নানা ধরনের কাজের জন্য হাজারো নারী-পুরুষ দিনমজুর হাটে এসে মিলিত হন। শীত উপেক্ষা করে পেটের তাগিদে প্রতিদিন তাঁরা এ হাটে আসেন। ভোর ৪টা থেকে শুরু করে সকাল ৮টা পর্যন্ত চলে শ্রমিক নিয়োগ। ওই হাট থেকে প্রয়োজনীয় কাজের জন্য দিনমজুরকে দামদর ঠিক করে নিয়ে যাওয়া হয়।

ধারাবারিষা এলাকার দিনমজুর নিয়োগকারী ফয়জাল বলেন, সিরাজগঞ্জের তাড়াশ, সলঙ্গা, উল্লাপাড়া ও পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরসহ বিভিন্ন এলাকা থেকে মহাসড়কের নয়াবাজার, কাছিকাটা, হাজীরহাটে ভোর থেকে দিনমজুরেরা হাটে আসেন। সেখান থেকে তাঁরা দিন অথবা কাজচুক্তি হিসেবে মহাজনের কাছে নিয়োগ হয়ে থাকেন। কাজ অনুযায়ী প্রতিদিন পুরুষ দিনমজুরদের মজুরি ৫০০ থেকে ৬০০, আর নারীদের ৩০০ থেকে ৪০০ টাকা হয়ে থাকে।

আরেক নিয়োগকারী নয়াবাজারের মুন্না বলেন, বেলা বাড়লে বসে থাকা দিনমজুরের মূল্য আনুপাতিক হারে কম হয়ে থাকে। আবার সারা দিন না খেয়ে কাজ করার মজুরি ও তিনবেলা খাবার দিয়ে কাজ করার মজুরির মধ্যে পার্থক্য আছে। যদিও মজুরি একটু বেশি, তার পরও হাতের কাছে শ্রমিক পাওয়া যাচ্ছে। এতে তাঁদের অনেক উপকার হয়।

নয়াবাজার হাটে আসা শ্রমিক মান্নাননগরের জালাল আলী বলেন, তাঁর সংসারে সাতজন সদস্য। তাঁর একার উপার্জনে তাঁদের নির্ভর করতে হয়। তাই দিনরাত কাজ করেও অভাব পূরণ করতে পারছেন তিনি।

নয়াবাজার হাটে আসা নারী শ্রমিক আমেনা বেগম বলেন, তাঁর স্বামী একজন দিনমজুর ছিল। বর্তমানে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। তাই তিনি সন্তানদের বাড়িতে রেখে দিনমজুরের হাটে আসতে বাধ্য হয়েছেন। এখন তাঁর ওপরই সংসার নির্ভর করছে।

ধারাবাড়িষার ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন আজকের পত্রিকাকে বলেন, নয়াবাজার শ্রমিকহাটে বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন শ্রমিক আসেন। শ্রমিক নিয়োগকারীরা হাটে এসে শ্রমিকদের নিয়োগ দেন। শ্রমিক হাটে কোনো অনিয়ম হয় না। মানুষ কোনো প্রতারিত হয় না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত